বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিট কমান্ড এর আয়োজনে ৮ নভেম্বর ২০২৫ শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদসস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন কন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল।
উক্ত সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলীয়ার সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু। এসময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিনাজপুর ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এখানে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় ও জেলা ইউনিট এর নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।
এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। অপরদিকে দিনাজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই যাতে মুক্তিযুদ্ধের আদর্শ চিরজীবী থাকে। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।


















