দিনাজপুরের কৃতি সন্তান দেশের বিশিষ্ট কৃষি তত্ত¦বিদ ড. মো.মাহফুজ বাজ্জাজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সপ্তম মহাপরিচালক হিসেবে গত ১৯নভেম্বর ২০২৫ইং সনে কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছেন। ড.বাজ্জাজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাটগ্রামে ১৯৭২ ইং সনের ৯জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি অত্যন্ত বিনয়ী, সদালাপী এবং কর্মতৎপর কৃষিবিদ হিসেবে সমধিক পরিচিত। তিনি ১৯৮৬ ইং সনে এসএসসি বিজ্ঞানও ১৯৮৮ইং সনে এইচএসসি বিজ্ঞান শাখায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ১৯৯২ ইং সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হাজী মোহাম¥দ দানেশ কৃষি কলেজ হতে বিএসসি.এজি. এবং ২০০৫ ইং সনে বর্তমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতপর তিনি ২০১৩ ইং সনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে কৃষিতত্ত¡ বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৭ ইংসনের ২৭ নভেম্বর সর্বপ্রথম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন এবং ১৯৯৮ইং সনে চাকরিতে স্থায়ী হন। চাকরি জীবনে তিনি দেশে-বিদেশে অনেক উঁচুমানের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ লাভ করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিকখ্যাতিসম্পন্নজার্নালে মোট ৪১ টি গবেষণা পত্র প্রকাশ করেন।
চাকরিজী বনে তিনি ২৭ নভেম্বর ১৯৯৭ইং হতে ২০০১ইং পর্যন্ত কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্বভার সুনামের সাথে পালন করেন। তারপর ২০০১ ইংসনের ১৫ জুলাই হতে ২০০৯ইং সনের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং ২০০৯ ইং সনের২০ এপ্রিল হতে ২০১৭ইং সনের ২৭সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি কৃষক পর্যায়ে একই জমিতে বছরে চার ফসল ধারা সফল ভাবে বাস্তবায়ন করেন।এরপর তিনি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের নশিপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক, পরিকল্পনা,প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তানÍর উইং এর দায়িত্ব পালন শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

















