বিরলে বিএনপি মনোনীত সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ।
সিপাহী জনতার বিপ্লব দিবস উদযাপন অনুষ্ঠানে একই মঞ্চে বিএনপি’র ৩ মনোনয়ন প্রত্যাশী
বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুর ২ (বিরল- বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে বিএনপি’র মনোনীত সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে দিনাজপুরের বিরলে মৌন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিরল উপজেলা শহরের বকুলতলা মোড়ে প্রায় ঘন্টা ব্যাপী মৌন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি’র একাংশের নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাস্তার দুই ধারে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। এসময় অনেকে কাপনের কাপড় পড়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দলের মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ মনোনয়ন পাওয়ার পর পরেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিমিশেই ভাইরাল হয়। ফলে দিনাজপুর দুই আসনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় শুরু হয় । ফ্যাসিস্ট সরকার আমলের আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর সাথে সাক্ষাতের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা এই আসনটির মনোনয়ন প্রত্যাহার করে নতুন করে সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন দেয়ার দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি’র একাংশের এই নেতাকর্মীরা।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিএনপি’র ৩ জন মনোনয়ন প্রত্যাশী একই মঞ্চে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্চ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে যেন ফ্যাসিস্টরা মাথাচাড়া না দিয়ে উঠতে পারে সকলকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

















