বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দেশিজাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ হারিয়ার মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও খামার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রদর্শনী খামারিদের হাতে-কলমে জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ডা: মোঃ শাহারিয়ার মান্নান বলেন, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, গবাদি পশুর স্বাস্থ্যসেবা ও উন্নত জাতের বিস্তারে এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারিরা যাতে আধুনিক পদ্ধতি ব্যবহার করে লাভবান হতে পারে-প্রাণিসম্পদ দপ্তর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
জেলা ভেটেরিনারি অফিসার মোছা: আশিকা আকবর তিশা
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবীব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হায়দার আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত দুধ, ডিম, মাংস, পোল্ট্রি, গবাদিপশু এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। দিনব্যাপী প্রদর্শনী দেখতে ছাত্র/ছাত্রী সহ নানা বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

















