Tuesday , 25 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় অপহরণ পূর্বক ধর্ষণ মামলার একজন পলাতক আসামিকে র‍্যাব সদস্যদের অভিযানে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দিনাজপুর র‍্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর র‍্যাব-১৩ এবং র‍্যাব-১৪ ময়মন-সিংহের একটি যৌথ অভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় রোববার ভোরে অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র‍্যাব সূত্রটি জানায়, জেলার বীরগঞ্জ থানায় দায়ের করা একটি অপহরণপূর্বক ধর্ষণ মামলার ছায়া তদন্তে দিনাজপুর র‍্যাব ক্যাম্প সক্রিয় ভূমিকা শুরু করে ওই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি
শেরপুর জেলার নকলা উপজেলার টাংগাইলপাড়া গ্রামের
পিতা-চান মিয়ার মো. মহিদুল ইসলাম (২৪) বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে নানা বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে অপকর্ম ঢাকতে ভিকটিমকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বিবাহ বহির্ভুতভাবে দীর্ঘদিন সংসার করে এবং ভিকটিমের উপর শারীরিক নির্যাতন চালায়। ভিকটিম বিয়ের কথা বললে আসামি কালক্ষেপণ করতে থাকে। ভিকটিমের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসামির বাড়িতে গেলে তার পিতা-মাতা বিয়ের বিষয় প্রত্যাখ্যান এবং খারাপ আচরণ করে। পরে ভিকটিম নিজে বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারি বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বীরগঞ্জ থানার যার মামলা নং-১৫, তাং-১৩/০২/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)। ঘটনার পর থেকে আসামি মুহিদুল ইসলাম গ্রেফতার এড়াতে কৌশলে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সর্বশেষ ডিজিটাল প্রদ্ধতি অনুসরণে তাকে রোবব-ার ভোরে ময়মনসিং কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব সূত্রটি জানায়, গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রোববার দুপুরে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপহরণ, ধর্ষণ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‍্যাব দৃঢ়ভাবে কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রোববার সন্ধায় জেলার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি মো. মহিদুল ইসলামকে সোমবার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়

বীরগঞ্জে ফলজ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

দিনাজপুরে সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

পীরগঞ্জে শিক্ষক দিবস পালিত

চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরা

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে- ঠাকুরগাঁও আওয়ামীলীগের সম্প্রীতির সমাবেশ

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজ উদ্বোধন