বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনে
বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি
আলহাজ্ব মনজুরুল ইসলাম
বীরগঞ্জ উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে কুশলবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাবে এ কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের নেতৃত্বে মাজেদুর রহমান, ছকিম উদ্দিন, আরমান আলী, মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম মিলন, রেজা মোহাম্মদ তৌফিক, বিকাশ ঘোষ, ফেরদৌস ওয়াহিদ সবুজ, নাজমুল ইসলাম, রনজিৎ সরকার রাজ, কার্তিক ব্যনার্জি, মোয়াজ্জেম হোসেন, গোকুল রায়, মোজাম্মেল হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী দলীয় ঘোষিত প্রার্থী আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করি।’ এসময় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং এলাকার উন্নয়নে নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন। তার রাজনৈতিক অনুপ্রেরণার কথা বলেন।
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যাত্রা শুরু হয়। মামলা, হামলা এবং আয়নাঘরে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।’দলীয় মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নেতা তারেক রহমান যে আত্মবিশ্বাসে আমাকে দিনাজপুর ১(বীরগঞ্জ -কাহারোল) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করেছেন। আমি বিশ্বাস করি দুই উপজেলার মানুষ আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিফলন ঘটাবে।’
তিনি আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


















