বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার, সহকারী কমিশনার (ভুমি) সাজিত তানভি শোভন, সহকারী কৃষি অফিসার দীনেশ চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান, ওয়াক্কাস আলী কাঞ্চন, প্যানেল চেয়ারম্যান তানভির তুরিন বিতু, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন সোহাগ, সেতাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

















