মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জে (১নভেম্বর) শনিবার ”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান ও কাল্ব এর সাবেক ডিরেক্টর মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


















