মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ থেকেঃ- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং- ঈশানিয়া ইউনিয়নের মুকুন্দপুর এবং কাহারোল উপজেলার ১নং-ডাবর ইউনিয়নের কোটগাঁও গ্রামে প্রান ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ধান কর্তন ও মাঠ দিবস করা হয়েছে। ১২ নভেম্বর বুধবার বিকালে বঙ্গ মিলার্স লিমিটিড, ফুলবাড়ী দিনাজপুর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বীজ প্রত্যায়ন অফিসার মোঃ জাফর ইকবাল। এ সময় প্রান আরপিএল এর জেনারেল ম্যানেজার মোঃ জাকারিয়া হোসেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ নওশাদ হোসেন ও প্রাণ এগ্র বিজনেস প্রজেক্ট এর এসিস্ট্যান্ট ম্যানেজার আকিনোজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

















