বোদা(পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা পৌরসভার ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সুফিয়ান, এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মানিক ইসলাম। রোববার (২৩ নভেম্বর) রাতে সাতখামার উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দিলরেজা ফেরদৌস চিন্ময়। ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সদস্য সচিব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মারুফ অনু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু রায়হান রাফি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশীদ জীবন ও বিএনপি নেতা আল আমিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে কৃষকদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি সংগঠন। তারা উল্লেখ করেন যে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত এবং কৃষকদলের কেন্দ্রীয় নেতা থেকে ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বক্তারা ওয়ার্ড কৃষকদলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে নির্দেশনা প্রদান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


















