Monday , 10 November 2025 | [bangla_date]

রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী দিনাজপুর জিমন্যাসিয়ামে ৪র্থ রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন দিনাজপুর পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রিয়াজ উদ্দীন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি একরামুল হক বাংলাদেশ কারাতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় রেফারি জাজ কবির আকবর চৌধুরী তাজ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি সমাজ সেবক খালেকুজ্জামান বাবু জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য রেফারি ও কোচ এবং জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কামার্সের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, দিনাজপুরে সাবেক কারাতে জাতীয় খেলোয়াড় ও সাবেক কারাতে প্রশিক্ষক বিশিষ্ট সমাজ সেবক আহমেদ শফি রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য রেফারি ও জাজ নুর মোহাম্মদ রকি, কারাতে ফেডারেশনের এশিয়ান কারাতে রেফারি জাজ ও প্রশিক্ষক সেনসি বকুল হোসেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় রেফারি ও জাজ এবি বাবেল প্রমুখ। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত