Wednesday , 12 November 2025 | [bangla_date]

রাণীশংকৈলে জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কলেজ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে,ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল – পীরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার বলেন, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আসন্ন নির্বাচনে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জামায়াতের বিজয় হবে ইনশাল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন, জামায়াত সেক্রেটারি রজব আলী, যুব বিভাগের জেলা সভাপতি শাহজালাল জুয়েল,উপজেলা সভাপতি মোকাররম হোসেন,শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, রফিকুল ইসলাম,সদ্য যোগদানকারী জাতীয় পাটির সাবেক সভাপতি এজেড সুলতান, ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মাসউদ আলম প্রমুখ

সর্বশেষ - ঠাকুরগাঁও