পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইট পঞ্চগড় ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাহিরুল ইসলাম কাচ্চু ও সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মফিজ উদ্দিন। গতকাল শনিবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের ৫৩তম বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস। কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এ টি এম কামরুজ্জামান (শাহানশাহ), মো. মোশাররফ হোসেন, মো. হায়াতুন আলম, মো. নাসির উদ্দিন ও এস এম আসাদুল্লাহ (শিশির আসাদ)। পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।
এর আগে ইউনিটের বিশেষ সাধারণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বিদায়ী জেলা প্রশাসক মো. সাবেত আলী।

















