“পরিশ্রমই সাফল্যর মূল চাবি কাঠি”- এই শ্লোগানকে সামনে রেখে ১ নভেম্বর শনিবার সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি কর্তৃক শহরের বকুলতলা মোড়, ক্ষেত্রীপাড়াস্থ শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখায় দিনাজপুর সদরের ৫০টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থী প্রতি বছরের মত এবারো মেধা বৃদ্ধি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শহীদ ক্যাডেট স্কুল, দিনাজপুর শাখার পরিচালক মোঃ সাইদুর রহমান, মোঃ নুরুজ্জামান ও একাডেমির পরিচালক মোঃ আতাউর রহমান জানান, প্রতি বছরের মত এবারো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, শ্রেণির শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এবার সদরের ৫০টি স্কুল হতে আগত প্রায় ২ হাজার শিক্ষার্থী মেধাবৃত্থি পরীক্ষায় অংশগ্রহণ করছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কারের ধারন- প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী পাবে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার, ১ হাজার নগদ অর্থ ও ট্যালেন্টপুলে এবং সাধারন-এ বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য থাকবে শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখা কর্তৃক ক্রেস্ট ও সনদপত্র। মেধা বৃত্তি পরীক্ষায় গ্রহণে সার্বিক সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরীক্ষার শুরুতেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে স্কুলের পরিচালক মোঃ সাইদুর রহমান বলেন, আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় শহীদ ক্যাডেট স্কুল দিনাজপুরে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মান-সম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার জন্য একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শুধু আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।


















