নসরতে খোদা রানা, ঠাকুরগাও প্রতিনিধিঃ বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত চাকুরীজীবিদের নিয়ে ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে।
সম্প্রতি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ১০ম থেকে ২০ তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে কর্মরত মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি, কৃষি মন্ত্রণালয় কর্মরত ওবায়দুল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও শিল্প মন্ত্রণালয় কর্মরত নুরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কৃষি মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র সহ সভাপতি নুর আলম, বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্মরত সিনিয়র সহ-সভাপতি মামুন অর রশিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্মরত সিনিয়র সহসভাপতি সাজেদুর রহমান সাজু, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্মরত যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, শিশু মন্ত্রণালয়ে কর্মরত সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগে কর্মরত দপ্তর সম্পাদক আশরাফুল মখলু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্মরত প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আরমান সবুজ, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের কর্মরত্ন মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার কেয়া, খাদ্য মন্ত্রণালয় কর্মরত শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, আইন ও বিচার বিভাগে কর্মরত ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সুমন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত নির্বাহী সদস্য মামুন হক, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর্মরত নির্বাহী সদস্য তাহমিনা আলম তৃষ্টি।
উল্লেখ্য ঠাকুরগাঁও জেলার নাগরিক বিভিন্ন মন্ত্রণালয় কর্মরত সকলে সাধারণ সদস্য এবং সহকারী সচিব হতে সচিব পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ পদাধিকার বলে এই সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন।


















