বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদাতা\
সারাদেশের ন্যায় (২০নভেম্বর) বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ খাদ্য গুদাম কর্তৃপক্ষ চলতি আমন মৌসুমের সংগ্রহ অভিযান শুরু করেছে। বিকাল তিনটায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুদমাদ কেন্দ্রীয় ভাবে আমন চাল ও ধান ক্রয়ের উদ্বোধন করার পর সেতাবগঞ্জ খাদ্যগুদাম কর্তৃপক্ষ তাদের সংগ্রহ অভিযান শুরু করেছে। চলতি আমন মৌসুমে প্রতিষ্ঠানটি ১১ হাজার ৩শত ৪১ মেঃটন চাল ও ১৭০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
প্রতি কেজি চাল ৫০ টাকা ও প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে ক্রয় করা হবে। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, সেতাবগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মিল মালিক যথাক্রমে আলতাফুর রহমান, আকিল উদ্দীন আহম্মেদ, আনোয়র হোসেন মানিক, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগ্রহ অভিযানআগামী ২৮ ফেফেব্রুয়ারি-২০২৬ পর্যন্ত চলবে।


















