আগামী ৩ ডিসেম্বর সমমনা ৮ ইসলামী দলের রংপুরের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলগুলোর দিনাজপুরের শীর্ষ নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা (উত্তর) এর সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারি মুফতি খায়রুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মেহরাব আলী, ইসলামী যুব আন্দোলন দিনাজপুর জেলা (উত্তর) এর সভাপতি মাসুদ রানা, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ মুজিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলা (উত্তর) এর সভাপতি মোঃ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফারহান আফসার প্রমুখ।
সভায় পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সকল দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সফল করতে আট দলের একসাথে কাজ করার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

















