চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) বলেন, এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামীদিনেও ইনসাফের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছে।
আমাদেরকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এ নতুন বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাসী ও জুলুমবাজের রাজনীতি চলবে না। আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই। আমরা বিগত ৫৪ বছর প্রতারিত হয়েছি। আমাদের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিগত সরকারগুলো আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারেনি। এসব সম্ভাবনাকে ভারতের প্রেসক্রিপসনে ধ্বংস করা হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলাইয়ের শহীদদের আকাঙ্খার বাংলাদেশ। সুতরাং আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। নতুনদের নেতৃত্বে সাজাতে চাই সোনার বাংলাদেশ। গত ৬ ডিসেম্বর শুক্রবার রাত ৭টায় উপজেলার রানীরবন্দরে খানসামা-চিরিরবন্দর উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব ও নাগরিক সমাবেশের পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমির প্রভাষক মো. রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৪ আসনের প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা, প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ, ঠাকুরগাঁয়ের মাও. বেলাল উদ্দিন প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং অন্যান্যের মধ্যে খানসামা উপজেলা আমির মাও. মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সম্পাদক মো. মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।


















