মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিয়ের দুই বছরের মাথায় মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ তুলে দোষিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছেন ওই গৃহবধূর বাবা-মা। গতকাল শনিবার বিকেলে আটোয়ারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দিন ও নারগিস আক্তার।
সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রতœাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২২ নভেম্বরে রাতে আশঙ্কাজনক অবস্থায় রতœাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সকালে তারা ওই গৃহবধুর পরিবারকে জানায় বিষপানে আত্মহত্যা করেছে রতœা। কিন্তু ওই গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এমনকি বিষের কোন আলামতও পাননি তারা। তাদের দাবি হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামীপক্ষ থেকে টাকার বিনিময়ে ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোসহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দিন। তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে তারা। এখন তারা ময়নাতদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছেন। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামী এখনো গ্রেপ্তার হয়নি। আমি আমার মেয়েকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত রতœার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


















