আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহিত স্কীম বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে ১২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী এবং ব্যবসা করার জন্য দোকানঘর সহ মুদি দোকানের সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপকারভোগীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক,অতিরিক্ত পরিচালক মোঃ হেলাল উদ্দীন ভুঁইয়া,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান,সহকারী সমাজসেবা অফিসার মোঃ আবু তাহের,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুবিধাভোগীরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ভিক্ষাবৃত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র দূরীকরণ করা যায় না। উপজেলা সমাজসেবা দপ্তরের দেওয়া তথ্যমতে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১২জন ভিক্ষুকের মাঝে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়। এরমধ্যে ৪জনকে দোকানের ৮৫ প্রকার মুদি মালামালসহ দোকান ঘর এবং ৮জনকে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে। প্রতিটি ভ্যানগাড়ীর মূল্য ৬৫,০০০/- টাকা এবং প্রতিটি দোকানে খরচ হয়েছে ৫৯,৫০০/- টাকা করে। দোকান ও ভ্যানগাড়ী বাবদ মোট ৭ লক্ষ ৫৮ হাজার টাকার উপকরণ ক্রয় করা হয়েছে।
ফুলবাড়ীতে এসএসসি ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী














