Saturday , 20 December 2025 | [bangla_date]

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর ২৫তম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে (২০ ডিসেম্বর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের হলরুমে অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা’র সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের শিক্ষা ও কর্ম জীবনের উপর স্মৃতিচারণ করা হয়। কলেজের সাবেক জীবি সদস্য মোঃ মতিয়র রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের জীবি সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার),সাবেক জীবি সদস্য সফিউল ইসলাম (পুতুল), জীবি সদস্য আবুল কালাম আজাদ, জীবি সদস্য গোলাম মোস্তফা ,উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি লাভ করেন।
মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থাই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তৎকালীন পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মির্জা গোলাম হাফিজ ১৯৭৮ সালে জিয়াউর রহমানের মন্ত্রীসভায় ভূমি প্রশাসন মন্ত্রী নিযুক্ত হন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদেও চতুর্থ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। প্রথিতযশা এই প্রবীণ রাজনীতিবিদ ২০০০ সালের ২০ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন।
আলোচনা শেষে মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর আত্মার মাগফেরাত, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী, শহীদ ওসমান হাদীসহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,অত্র কলেজের প্রভাষক (ইসলামিক স্টাডিক্স) মোঃ আশরাফ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সিভিল সার্জন’র

বীরগঞ্জে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

নওগাঁয় অ্যানালিটিক্স টুলস-স্কিল ইনস্পয়ার এর সক্ষমতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

আটোয়ারীতে শিক্ষক দিবস পালিত

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে জেএমবি’র দুই সদস্য আটক

বীরগঞ্জে ওএমএস কেন্দ্রে ক্রেতাদের উপচেপড়া ভিড়

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ