বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: “আমার অধিকারই আমার ভবিষ্যৎ, চাই এবং দরিদ্র-ভূমিহীন জনমানুষের মানবাধিকার নিশ্চিতকরণে জন-কেন্দ্রিক গণতান্ত্রিক কাঠামে ও রাষ্ট্রীয় সংস্কার আমাদের অঙ্গীকার- ঘরে ঘরে মানবাধিকার” আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র
এই স্লোগানকে সামনে রেখে
দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বীরগঞ্জের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) সহযোগিতা, ইএসডিও থ্রাইড প্রকল্পের যৌথ আয়োজনে ও হেকস/ইপার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান বিনয় চন্দ্র রায়ের সভাপতিত্বে ও ইএসডিও থ্রাইড প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শাহজিদা হক। এসময় গ্রাম সহায়ক মো: আমিনুল ইসলাম, নরেন চন্দ্র দাস,জেলা ভূমিহীন সমন্বয়কারীর সদস্য রূপালী রানী সরকার নিশি কান্ত বর্মন, জন সংগঠনের সদস্য সারগর চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন ভূমি সমন্বয়ক পরিষদের সভাপ্রধান আব্দুল হামিদ,ইএসডিও থ্রাইড প্রকল্পের অংশগ্রহণকারী হাসিনা মুর্মু,শান্তনা বাসকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা রাষ্ট্রের উন্নয়ন, সামাজিক স্থিতি এবং ব্যক্তির নিরাপত্তার মূলভিত্তি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা। আমাদের সমাজ কাঠামো আগে ঠিক করতে হবে। আমাদের সমাজ কাঠামো ঠিক করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বিশ্বে নিরাপত্তাহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও গুমের মত ঘটনার কারণে আজ মানবাধিকার যে সাফল্য অর্জন করেছে তা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন ও সোচ্চার হওয়ার উচিত। আলোচনা সভা শেষে বীরগঞ্জ নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বারবারে একটি স্মারক লিপি প্রদান করা হয়।


















