Saturday , 13 December 2025 | [bangla_date]

কাহারোলে নারী দিন মজুর মুজুরীর বৈষম্যের শিকার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে সবার কাছে পরিচিত। এই বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার একমাত্র কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল প্রায় ৯০ ভাগ মানুষ। যেমন কৃষি নির্ভরশীল এ উপজেলার মানুষ তেমনি এ উপজেলায়ও রয়েছে প্রচুর পরিমানে অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবন নির্বাহ করছেন অধিকাংশ নারী-পুরুষ। বর্তমানে উপজেলায় চলতি আমন মৌসুমের আমন ধান কাটা মাড়াইয়ের কাজসহ বিভিন্ন ফসল উৎপাদনের মৌসুম বটে। তাই কাজের মৌসুমকে সামনে রেখে, অত্র উপজেলার সদরে ১০ মাইল আমতলা মোড়ে প্রতিদিনই ভোরবেলা থেকে সকাল ১০টা পর্যন্ত দৈনিক কাজের সন্ধানে নারী-পুরুষ শ্রমিকেরা ভিড় করতে দেখা যায়।
গতকাল ১২ ডিসেম্বর’২৫ শুক্রবার সকাল বেলা ১০ মাইল আমতলা মোড়ে এসে বেশ কয়েকজন নারী শ্রমিকের সাথে কথা হয় আমাদের এই প্রতিনিধির সাথে। তারা এই এলাকার আঞ্চলিক ভাষায় বলেন, তোমরা কহেন তো বাহে, হামরাগুলা পুরুষের সাথে সমান তালে কাজ করি। কিন্তু মুজুরি পাই ৩শত টাকা থেকে ৩৫০ টাকা আর পুরুষ মানুষগুলো পায় ৫শত টাকা। হামরা কি ওমারগুলের থাকি কম কাম করি? ওরাও আইসে বিহানে, হামরাগুলোও আসি বিহানে। তাহলে ওরা এত বেশি পায় কেন? একই দিনে গতকাল শুক্রবার দিন অন্যের জমিতে কাজ করার সময় আবেগভ‚ত হয়ে কথা গুলো বলেছেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার তাঁরগাঁও ইউনিয়নের হাটিয়ারী গ্রামের দিনমজুর নারী শ্রমিক ঊষা রানী রায়, দ্বিপালী রানী রায়সহ অন্যান্য নারী দিনমজুরা। উপজেলায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করা অধিকাংশ নারীরই মজুরি নিয়ে ঊষা রানী মতো এমন আবেগ রয়েছে অন্য দিন মজুরদেরও। উপজেলার বিভিন্ন মাঠে কাজ করার ক্ষেত্রে নারী দিনমজুর চাহিদা বেশি থাকলেও তারা ন্যায্য মুজুরি পাচ্ছেন না বলে অনেকেই জানিয়েছেন। বর্তমানে উপজেলার গ্রাম-গঞ্জের বিভিন্ন মাঠে শত শত নারী দিনমজুর দৈনিক মুজুরীর ভিত্তিতে কাজ করে আসতে দেখা যাচ্ছে। পুরুষ মানুষ দিনমজুর যেখানে সারাদিন অন্যের বাড়িতে কাজ করে মুজুরী পায় ৫শত টাকা থেকে ৬শত টাকা, আর নারী কৃষি শ্রমিক দিনমজুর দিনে অন্যের কাজ করে পায় মাত্র ৩শত টাকা থেকে ৩৫০শত টাকার মতো। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে একাধিক নারী কৃষি দিন মজুরের সাথে আরও কথা বলে জানা গেছে, পুরুষ দিন মুজুরের তুলনায় নারী দিন মুজুররা বেশি কাজ করেও তারা মুজুরি বৈষম্যের শিকার হচ্ছেন, সেটা মেনে নিয়ে জীবিকার তাগিদে কাজ করে খেতে হচ্ছে তাদের। ঘরের কাজ সেরে বাহিরে শ্রম দেওয়ায় শরিক হচ্ছেন তারা এবং রসুলপুর ইউনিয়নের সাধুর বাজার এলাকার কৃষি শ্রমিক রানী বালা ও হৈমন্তী রানী রায় বলেন, পুরুষেরা মালিকের বাড়িতে এক বেলা খেয়েও ৫শত টাকা থেকে ৬শত টাকার মতো মুজুরী পায়। অন্যদিকে দিনমুজুর নারীরা সমান কাজ করেও নিজের বাড়িতে খেয়ে-দেয়ে মুজুরী পায় অর্ধেক। এই আয় দিয়ে সন্তানদের নিয়ে সংসার চালা খুব কঠিন হয়ে পড়ে। বর্তমানে বাজারে জিনিস পত্রের যে দাম তাতে অভাবীয় সংসারের খরচ চালানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফসানা মোস্তারীর সাথে কথা হলে তিনি জানান, আমরা নারীদের অধিকারের কথা বিভিন্ন সভা-সেমিনারে তুলে ধরে আসছি। আমরা সর্বস্তরের মানুষ যদি এক হয়ে কাজ করি তাহলে নারীদের মুজুরির বৈষম্য দূর করা সম্ভব বলে ঐ কর্মকর্তা মনে করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পীরগঞ্জে ৭’শ পরিবার পেল ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানে তোলপার

ইদ উপলক্ষে উর্বশী ফোরাম-এর বিশেষ দুটি গান মুক্তি পাচ্ছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৫ মন্দিরে প্রতিমা ভাঙচুর

আত্মীয়-স্বজন সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক প্রবীণ সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলামপীরগঞ্জের শিক্ষক ও প্রথম আলো প্রতিনিধি কাজী নরুল ইসলাম

বিরলের আজিমপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিরলের আজিমপুর ইউপি নির্বাচনে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত-১, পুলিশ সদস্যসহ আহত-৭