দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রচন্ড শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গ্রাম। বোরো মৌসমের শুরুতে শীতের এমন দাপটে বিনিষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। স্বপ্নের ফসল অংকুরেই বিনিষ্ট হওয়ার শংকায় দিশে হারা হয়েছে কৃষক। পলিথীন দিয়ে ঢেকে বীজ তলা রক্ষার চেষ্ট করছেন কাহারোল উপজেলার কৃষক।
কাহারোল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৫ হাজার ৫শত ৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বোরো চারা লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২শত ৭৯ হেক্টর জামি।
উপজেলার ঈশ্বর গ্রাম এর বোরো চাষী মোঃ লুৎফর রহমান জানান, এবার কুয়াশা ও তীব্র শীতের কারনে বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। তাই কুয়াশাও তীব্র শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পলিথীন দিয়ে বীজতলা ঢেকে দেওয়া হচ্ছে। অপরদিকে উপজেলার চকমহরম গ্রামের কৃষক মোঃ মান্নান জানায় গত বছরের তুলনায় এবার কুয়াশাও তীব্র শীত বোরো বীজতলা নিয়ে মহা বিপদে রয়েছি। তাই পলিথীন দিয়ে বীজতলা ঢেকে দেওয়া হচ্ছে কুয়াশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বলেন শীত ও কুয়াশার কারনে ধানের চারার মাথায় পানি জমে থাকে। তাছাড়া ঠান্ড জনিত কারনে বীজতলা নষ্ট হয়। কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


















