কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় স্থানীয়রা ২জনকে আটক করেন। পরে উভয়ের নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
গত রোববার দুপুরের দিকে উপজেলার ঢেপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর যোগে নিয়ে যাওয়ার অভিযোগে ২ জনের নিকট থেকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঢেপা নদীর মাকলাফাটা ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। জরিমানাকৃত ব্যক্তিরা হলেন, উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো: নজরুল ইসলাম(৬৫) ও দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামের মো: আতাউর রহমানের ছেলে মো: আল আমিন(১৯)।
















