Tuesday , 9 December 2025 | [bangla_date]

গত চারদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
গত চারদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। এখন রাতে তো বটেই দিনের বেলাতেও শীত অনুভ‚ত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে চলে আসতে পারে এমন পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের কাছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবারও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগের দুইদিন সেখানে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে আশার ব্যাপার হল সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন কুয়াশা না থাকা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদে শীতার্ত মানুষের দূর্ভোগ কিছুটা কমতে থাকে। এদিকে দিনের কড়া রোদের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি একটা কমছে না। গত সোমবার সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকালের কনকনে শীত উপেক্ষা করেই ঘর থেকে বের হতে হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের। বিশেষ করে কৃষি শ্রমিকদের এখন দম ফেলার ফুরসত নেই। জমির আমন ধান কেটে বাড়িতে আনার পর সেই জমিতে পরবর্তী ফসলের জন্য উপযোগি করতে সূর্য ওঠার আগেই তাদের ক্ষেতে নামতে হচ্ছে। কনকনে শীতের মধ্যে হিমশীতল মাটিতে কাজ করতে গিয়ে দূর্ভোগে পড়ছে তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের কড়া রোদে তাদের দূর্ভোগ উবে যায়। পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের খানপুকুর গ্রামের কৃষক খতিবর রহমান জানান, সকালের কুয়াশাভেজা মাটিতে কাজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে বেশি ঠান্ডা লাগলে সর্দি কাশি শুরু হয়। জ্বরও আসে অনেক সময়। বেশি শীত লাগলে ক্ষেতেই খড়কুটো জ্বেলে শরীর গরম করে নেই। সদর উপজেলার হাড়িভাসা এলাকার দিনমজুর হরেক মাল সাইকেলে করে বিক্রি করা সবর আলী বলেন, ভোরে কাজের জন্য বের হইতে গেলেই হাত-পা বরফের মতো ঠান্ডা লাগে। কাজেও ঠিকমতো মন বসে না। তারপরও পেটের তাগিদে শীত উপেক্ষা করেই আমাদের ঘর থেকে বের হতে হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ৪ দিন ধরে এখানকার সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের স্বাস্থ্য ক্যাম্প

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাইট ক্রিকেট টূর্নামেন্ট

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বেগুনে লাভ আড়াই লাখ টাকা

দিনাজপুরের কাহারোলে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

একে তো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ! রাণীশংকৈলে শালিস বসিয়ে জরিমানা করলেন ইউপি সদস্য

খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব …. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

চিরিরবন্দরের আউলিয়াপুকুরে মহানাম যজ্ঞানুষ্ঠান