ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ২২ শত কম্বল বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত উদ্দোগ ছাড়াও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি ভাবে বরাদ্দপ্রাপ্ত ৪ শত কম্বল বিতরণ করেন তিনি।
বুধবার দিবাগত রাতে বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার আবিরেরপাড়া মাহালীপাড়া ও শুকানপুকুর আদিবাসী পল্লীতে ১৩০টি কম্বল বিতরণ করা হয়। কনকনে শীত উপেক্ষা করে তিনি নিজেই গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দেন। বিশেষ করে শীতের ঝুঁকিতে থাকা বিধবা নারী, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে তাদের হাতে কম্বল তুলে দিতে দেখা যায় এ জনপ্রতিনিধিকে, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত হয়ে সহায়তা করতে দেখে অনেকেই আবেগাপ্লæত হয়ে পড়েন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ শুধু শীতের কষ্টই কমায়নি, বরং জনপ্রতিনিধির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়েছে।
এ বিষয়ে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন,“শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত ও সরকারি সহায়তায় কম্বল বিতরণ করছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”
এলাকাবাসী চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।















