ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন সাথে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখসহ ঘোড়াঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকেরা। সভায় বক্তরা ঘোড়াঘাট উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ে ব্যাপক আলোকপাত করেন ।


















