Friday , 19 December 2025 | [bangla_date]

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে
দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশ ও দোয়া মাহফিল
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবীতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতা।
এর আগে জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ, দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুম্মাআ নামাজের পর দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়, হাবিপ্রিবির গেইটে, ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়, চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রæত বিচারসহ আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান এবং বিভিন্ন প্রতিবাদী ¯েøাগান দেন তাঁরা।
সদর হাসপাতাল মোড়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুরের মুখ্য সংগঠক মোঃ হযরত আলী অনিক।
এদিকে আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও তাঁর রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখা ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে কলেজ মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কলেজ শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টায় হত্যাকারিদের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর মেডিকেল কলেজ শাখা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
উল্লেখ্য,সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানের সাথে দিনাজপুরেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ এলাকাবাসীর অংশগ্রহণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার রানীরবন্দরেরর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে? আমি কে? হাদি হাদি’সহ বিভিন্ন প্রতিবাদী ¯েøাগান দেন। পরে সুইহারিবাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় মো. আব্দুস সবুর, মো. জোবায়দুর রহমান, শাইখ মো. শফিকুল ইসলাম, মো. ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় হাদির হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রæত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ও ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহŸান জানান।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টী (এনসিপি) ও সাধারণ ছাত্রজনতা।
শুক্রবার দুপুর ২টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: ইমরান চৌধুরী নিশাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা ইব্রাহীম খন্দকার সুরুজ, ইমরান চৌধুরী প্রিন্স, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ, যুগ্ম সমন্বয়কারী জুলকার নাইন শিহাব, যুগ্ম সমন্বয়কারী রাহাত মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর ইসলাম, এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম মিলন, সদস্য আসওয়াদ হোসেন প্রমুখ।
সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রæত বিচারসহ আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানান এবং পাশাপাশি বিভিন্ন ¯েøাগান দেন তাঁরা।
দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ তার বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল নেতা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রæত গ্রেফতার করতে হবে। সেই সাথে জনগণের নিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ করারর দাবি জানান তিনি। জুলাইয়ের চেতনা কে উজ্জীবিত রাখতে তিনি শরীফ ওসমান হাদীর নামে ফুলবাড়ীর যে কোন একটি সড়কের নামকরণ করার জোর দাবি জানান।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় হামলার শিকার হন হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করা হয়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তখন তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান।
পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা

কী’টনা’শক ও বাড়তি সেচ দিয়েও ঠেকানো যাচ্ছে না লিচুর গুটি ঝরা

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাদ্রাসাছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ

মাদ্রাসাছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঘোড়াঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

খানসামায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৬০ জন কৃষককে বীজ ও সার বিতরণ

করোনা চিকিৎসায় অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করলেন বিএনপি মহাসচিবের পরিবার