তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় দিনাজপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতার শুরু হয়েছে। এতে দিনাজপুরের পাঁচটি ফুটবল একাডেমীর খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে বাছাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জেলা প্রশাসক বলেন, একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক বেশি অনেক তাৎপর্যপূর্ণ। তাই খেলাধুলার কোন বিকল্প নাই। বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইলের দিকে বেশি ঝুঁকে পড়ছে, তাই যতক্ষণ খেলাধুলার সাথে থাকবে মাদক ও মোবাইল থেকে দূরে থাকবে। তিনি বলেন, খেলাধুলা ধৈর্য বাড়ায়। খেলাধুলার মাধ্যমে নির্মল আনন্দ পাওয়া যায়। একজন ভালো এবং দক্ষ খেলোয়াড় হতে হলে কমপক্ষে ১৫ বছর খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলা এবং লেখাপড়ার মধ্যে কোন বিরোধ নাই বরং যে খেলাধুলা করে তার লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়ে।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, সাবেক কৃতি ফুটবলার সোহেল রানা।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমি, এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডেভেলপমেন্ট কাপ ফুটবলে জেলার তৃণমূল পর্যায় থেকে ৪০ জন মেধাবী খেলোয়াড় বাছাই করা হবে। বাছাই শেষে তাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।


















