বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে দেওয়া হলো সম্মানজনক “অদম্য নারী সম্মাননা ২০২৫”। এ বছরের জেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অদম্য নারী ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছেন বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া।
মঙ্গলবার দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদান, অব্যাহত পেশাগত নিষ্ঠা এবং কর্মক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা অর্জন করেন।
সুলতানা রাজিয়া আখি দীর্ঘদিন ধরে বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আইসিটি জেলা অ্যাম্বাসেডর (২০২২), উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক(২০২২),দেশ সেরা কনটেন্ট নির্মাতা (২০২৩) এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (২০২৪) ৩য় স্থান অর্জন করে ইতোমধ্যেই জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন।
সম্মাননা পেয়ে তিনি বলেন,“এই পুরস্কার আমাকে শুধু গর্বিত করেনি, বরং আরও দায়িত্বশীল করেছে। শিক্ষা ক্ষেত্রের প্রতি আমার ভালোবাসা ও শিক্ষার্থীদের জন্য অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন এটাই আমার সবচেয়ে বড় শক্তি। সামনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। তার এই অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন।


















