জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শেষ হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরে আওতায় জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জিমন্যাসিয়ামে গতকাল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
প্রায় ৫ দিনব্যাপি প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ করেন গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো দিনাজপুরের সহকারি পরিচালক মোঃ রেজওয়ান আসিফ, দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক শাহিদ জামিল বোম্বাই ও প্রবীন খেলোয়াড় মোঃ কলিম উদ্দীন।
উল্লেখ্য যে, অনুর্ধ্ব-১৬ বছরের বালিকা সিঙ্গেল ও ডাবলে ২৪ জন বালক সিঙ্গেল ও ডাবলে ৩৮ জন এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

















