তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার, দেবনগড় ইউনিয়নের , শিবচন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ০১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ আছর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, এছাড়াও উপস্থিত ছিলেন দেবনগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, দেবনগড় ইউনিয়ন বিএনপির ছাত্রও বিষয়ক সম্পাদক বাবুল হোসেন । স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আলেম ওলামাগন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন সময় বিএনপির হাল ধরেন, যখন উনি ছিলেন গৃহবধু । জিয়াউর রহমানের মৃত্যুর পর সারা বাংলাদেশের নেতাকর্মীদের অনুরোধে তিনি জাতীয়তাবাদী দলের দায়িত্ব নেন। এরপর থেকে বছরের পর বছর ধরে বিভিন্ন সময়ে নির্ যাতন ও নানা প্রতিকুলতার মোকাবেলা করে সারা দেশের নেতাকর্মীদের সাহস জুগিয়েছেণ। এবং বলিষ্ট নেতৃত্বে পাশে থেকেছেন। আজ সারা দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রাজ নৈতিক দলের আপোষহীন নেত্রী হিসাবে সু-পরিচিতি লাভ করেছেণ। বর্তমানে উনার সুস্থতা কামনায় সর্ব স্থরের মানুষ দোয়া প্রার্থনা করছেন।


















