চিরিরবন্দর প্রতিনিধি \ দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে যাত্রীবাহি বাস ও ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের দুইনারী কর্মী নিহত ও ৭জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌঁণে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের রাজাপাড়া মোড়ে দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন-নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও দিঘলডাঙ্গী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী (১৮)। তারা দুইজনেই ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)’র পরচুলা বিভাগের নারী কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ফেরার পথে রেইনবো নামক একটি পঞ্চগড়গামী বাসের সাথে সৈয়দপুরগামী একটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের যাত্রী ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)’র পরচুলা বিভাগের দুইজন নারী কর্মী নিহত ও ৭জন গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোবজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে সৈয়দপ্রু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে।


















