Tuesday , 23 December 2025 | [bangla_date]

দিনাজপুরে চার জেলার অংশগ্রহণে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে দিনাজপুরে। এতে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও নীলফামারী জেলা অংশগ্রহণ করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জেলা প্রশাসক বলেন, সবার উপরে মানুষ সত্য— তাহার উপরে নাই। খেলার মাঠে ধৈর্য প্রয়োজন। যত ভালোই খেলুক এক দলকে হারতে হবে। সুতরাং খেলার মাঠে বন্ধুসুলভ ভাই সুলভ আচরণ দেখিয়ে খেলার আহŸান জানান তিনি।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমি, নীলফামারী জেলা ক্রিকেট কোচ জামিউল আলম বাবলু, পঞ্চগড় জেলা ক্রিকেট কোচ কাজী জাহিদ, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লব, আম্পায়ার অ্যাসোসিয়েশন দিনাজপুরের সভাপতি প্রশান্ত কুমার সরকার অরুণ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
আলোচনা শেষে খেলোয়ারদের সাথে পরিচিত হন প্রধাণ এসব অন্যান্য অতিথিবন্দ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী ও পঞ্চগড় জেলা দল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামরুজ্জামান তালুকদার মাসুম ও সৈয়দ ইসলাম হোসেন এবং স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসেন মুন্না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পীরগঞ্জে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

প্রচন্ড গরমে বিভিন্ন হাসপাতালে রোগী বাড়ছে

ডিডিএলজি হিসেবে দায়িত্ব পাওয়ায় এডিসি জেনারেলকে শুভেচ্ছা

দুর্ভোগে দু’উপজেলার মানুষ … বীরগঞ্জে নদীর ওপর দাঁড়িয়ে আছে সেতুর খুঁটি, অবশিষ্ট কাজে অচলাবস্থা

দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নজরুল ইসলাম আর নেই

বিরলে নিরাপদ সবজি ও  ফল চাষ প্রশিক্ষন

বিরলে নিরাপদ সবজি ও ফল চাষ প্রশিক্ষন

রাণীশংকৈলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা