দিনাজপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত প্রথমবারের মতো এই টুর্ণামেন্টে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সৈয়দপুরের আনন্দমিহির স্পোটিং ক্লাব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এর সার্বিক তত্ত¡াবধানে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়ে গেলো প্রথমবারের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
চ‚ড়ান্ত খেলায় সৈয়দপুরের আনন্দমিহির স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডভোকেট খতিব ফাউন্ডেশনের সৌজন্যে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়সহ কর্মকর্তাদের হাতে ১ লাখ টাকা ও রানার্সআপ দলের খেলোয়াড়সহ কর্মকর্তাদের হাতে ৭০ হাজার টাকার চেক তুলে দেন দেশনেত্রী খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সার্বিক তত্তাবধানে থাকা দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নওশাদ আলী, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের আহŸায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজওয়ানুর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আজম সোহেল, সাবেক ফুটবলারসহ জেলা, পৌর ও কোতোয়ালী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আটটি দল অংশগ্রহণের মধ্যদিয়ে জেলা বিএনপি আয়োজিত প্রথমবারের মতো দেশনেত্রী খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় গেল ২৪ নভেম্বর।
















