Saturday , 6 December 2025 | [bangla_date]

দিনাজপুরে পুরাতন কাপড়ের দোকানে ভিড়

দিনাজপুরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে পড়েছে শীতের কাপড় কেনার ধুম। শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে পুরাতন কাপড়ের বাজার ও রাস্তার ধারে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান।
শুক্রবার বিকেল থেকে শহরের গোর-এ শহীদ ময়দানে দেখা যায়, কাপড়ের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ক্রেতারা তাদের নিজের এবং পরিবারের সদস্যদের জন্য গরম কাপড় কিনছেন। মধ্যরাত পর্যন্ত চলে এই বেচাকেনা।
শীত বেশি অনুভূত হওয়ায় এবং মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখা দেওয়ায় ছুটির দিনে মানুষ শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন জমায়। বেচাকেনাও হয় বেশ। সন্ধ্যার পরও দোকানগুলো থেকে ক্রেতাদেরকে হাতের ও পায়ের মোজা, মাফলার, টুপি, কানটুপি জাতীয় কাপড় কিনতে দেখা যায়।
এছাড়াও শহরের লিলির মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত রাস্তার দুই ধারে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ভ্যান গাড়ির ওপর পুরাতন কাপড়ের পসরা নিয়ে শীতের কাপড় বেচাকেনা হয়।
পরিবার নিয়ে শীতের কাপড় কিনতে আসা সামাদ সরকার বলেন, হঠাৎ করে বেশি শীত পড়েছে। তাই পরিবার নিয়ে টুকটাক শীতের কাপড় কিনতে বের হয়েছি। এত ভিড় হবে ভাবিনি।
শহরের নিউটাউন মিস্ত্রিপাড়া থেকে কাপড় কিনতে আসা রাজিয়া সুলতানা বলেন, কয়েকটি সোয়েটার নিলাম। গতবারের চেয়ে পুরাতন কাপড়ের দাম বেশি মনে হচ্ছে। একটু ভালো নিতে গেলে ৪০০ টাকার নিচে হবে না।
দোকানদার নজরুল ইসলাম জানান, এতদিন তেমন বেচাকেনা হয়নি। শুক্র-শনিবার ছুটির দিনে বেশ ভালো বেচাকেনা হয়।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শীত আরও বাড়বে। তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
বুধবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এই জেলার ও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল। বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পেশাজীবী নারীদের নিয়ে দিনাজপুর মহিলা পরিষদের মতবিনিময় সভা

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি  ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানী শুরু, দেড় মাসে ২০ কোটি টাকা আয়

কোভিড-১৯: ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ টিকা

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের বৃক্ষপ্রেমী এ্যাড. জাহিদ ইকবাল

তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

হাইকোটের নির্দেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ

দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত