“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা” এই দৃপ্ত প্রতিপাদ্যকে হৃদয়ের ওপর ধারণ করে দিনাজপুর শহরে পরিণত হয়েছিল সততার এক উজ্জ্বল মিলনমেলায়। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়, জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা আয়োজনে শহরজুড়ে ছড়িয়ে পড়ে শুদ্ধতার আহŸান।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে ভোরের আলো যেন আরও নির্মল হয়ে ওঠে। জাতীয় পতাকা আর দুদকের পতাকা যখন বাতাসে দোল খাচ্ছিল—মনে হচ্ছিল, যেন সততার বাণীই ওড়ে আকাশজুড়ে।
তারপরই মানববন্ধন ও র্যালি—দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়ক যেন রূপ নেয় দুর্নীতিবিরোধী সংকল্পের কণ্ঠসমুদ্রে। তরুণ-তরুণী, শিক্ষক, কর্মকর্তা, এনজিও কর্মী, পেশাজীবী—সবার চোখে মুখে ছিল একটাই বার্তা: “যে সমাজে দুর্নীতি নেই—সেই সমাজই আমাদের গন্তব্য।”
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আতাউর রহমান সরকার।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস তাঁদের বক্তব্যে উঠে আসে ন্যায়, শুদ্ধতা ও জবাবদিহির অঙ্গীকার।
দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন সততার আগুন তরুণরাই জ্বালাবে, তারা রুখে দেবে যেকোনো অনিয়মের পথ।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর, জেলা শিক্ষা অফিস, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও তাদের প্রতিনিধি বৃন্দ।
দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এস এ টিভির জেলা প্রতিনিধি মোঃ খাদেমুল ইসলাম, শিক্ষার্থী রিপন রায় ও মোছাম্মৎ আলো খাতুন।এনজিওর প্রতিনিধিরা শাহ মোঃ আমিনুল ইসলাম, হিরা লাল বিশ্বাস, নিলিমা আক্তার, হাজেরা খাতুন, আব্দুল হান্নান আজাদ, শামীমা পপি, আব্দুল জলিল আহমেদ, মারজিয়া খাতুন মৌসুমী—তাঁরাও তুলে ধরেন দুর্নীতিমুক্ত সমাজের প্রত্যয়।দিনভর কর্মসূচির ধারাবাহিকতায় সন্ধ্যায় শহরজুড়ে আবারও উঠল শুদ্ধতার আলো।
দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার (বড় মাঠ) ও রেলওয়ে স্টেশন চত্বরে প্রদর্শিত হয় দুর্নীতিবিরোধী তথ্যচিত্র। সাধারণ মানুষ, পথচারী, শিক্ষার্থী—সবাই দাঁড়িয়ে তাকিয়ে রইল পর্দায় ভেসে ওঠা সত্য ও সততার বার্তায়।
এ যেন এক দিন— যেদিন দিনাজপুর দুর্নীতি নয়, শুদ্ধতার পক্ষে দাঁড়িয়ে বলেছে: “আমরা পরিবর্তনের পথে, আমরা ন্যায়ের পথে।”


















