মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দীন; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান; অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
উপজেলার কেন্দ্রীয় শদহী মিনারে ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাসহ কর্মকর্তাবৃন্দ। সকাল ৮টায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে মোনাজাত করেন। সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজ কাওয়াজ এবং ডিস-প্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা চত্বরে বিজয় মেলা উদ্বোধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সকল কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলার অস্থায়ী শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহŸান জানান। পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর
মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. ফারুক হোসেন-এর নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সদস্যরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম। সদস্য-মো. মিজানুর রহমান (মিজান), মো. ইসমাইল হোসেন, মো. আরমান হোসেন, এস এম আজাহার রেজা, মো. রবিউল, এস এ স্বপন-সহ অন্যান্য সদস্য বৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

















