দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর
বার্ষিক ফলাফল প্রকাশ- মেধার স্বীকৃতিপত্র সহ শিক্ষা
উপবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে (বাংলা স্কুল) আনন্দ মূখর পরিবেশে ও শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ, মেধার স্বীকৃতিপত্র সহ ক্রেস্ট প্রদান, আসিক ইকবাল ফাউন্ডেশনের উপবৃত্তি প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর বুধবার স্কুলের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করতে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ শাকেরিনা বেগম বলেন, পড়াশুনার ক্ষেত্রে শিক্ষকদের আরো আন্তরিকতার ভূমিকা রাখতে হবে। সেই সাথে অভিভাবকরা তাদের সন্তানের প্রতি সুনজর দিতে হবে তাহলে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় ঘটবে বিশেষ করে অভিভাবক হিসেবে মায়েদের এগিয়ে আসতে হবে। সভপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, শৃঙ্খলা ছাড়া কোনো জাতীর উন্নয়ন সম্ভব নয়। আমরা শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরী করে যাচ্ছি। শুধু অভিভাবকদের সহযোগিতায় পেলেই তাদের ফলাফল অনেক ভালো হবে বলে আমাদের বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আসিফ ইকবাল ফাউন্ডেশনের প্রতিনিধি ভিনা আহম্মেদ বলেন, আমরা অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর শিক্ষা উপবৃত্তি প্রদান করে যাচ্ছি। এর মূল কারণ হলো তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কর্ণধার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন। স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ শাহ্ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অভিভাবক এ্যাড. মোঃ মিজানুর রহমান শাহ্, সিনিয়র শিক্ষক আক্তারুল রাঙ্গা, সহকারী শিক্ষক শাহিনুর পারভিন ও সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম।

















