আসুন আমরা সবাই নিঃস্বার্থভাবে মানবতার সেবায় এগিয়ে আসি। শীতার্তদের উষ্ণতার আকুতিতে সাড়া দেওয়ার সময় এখনই। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবান ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। আসুন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে যার অবস্থান থেকে শীতার্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। এতে শীতার্তরা একটু হলেও উষ্ণতা পাবে, তারা ভালো থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর-২০২৫) দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই ফোরাম ও ইউথ চ্যারিটি অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি এ কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সিষ্টার সন্ধ্যা পিউরি ফিকেশন, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অ্যালামনাই ফোরামের আহবায়ক মো. মামুনুর রশীদ সরকার, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ-সহ সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, অ্যালামনাই ফোরাম এবং ইউথ চ্যারিটি অর্গানাইজেশন এর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মানবতার সেবায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই ফোরাম ২০১৯ সাল থেকে প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও প্রায় ২শত মানুষের মাঝে শীতের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


















