বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সমাজসেবক জননেতা মো: শাহিনুর ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বীরগঞ্জ উপজেলা কার্যালয়ে উপজেলা অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ ফারুক হোসেনের নিকট থেকে ‘লাঙ্গল’ প্রতীকের মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন
উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ক্কারী মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ঢালী,সহ-সভাপতি মো: ইয়াসিন আলী,জেলা ছাত্র সমাজের আহবায়ক মো : নিহাল হোসেন লিওন,মরিচা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাসেল ইসলাম আবির,কাহারোল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন খাঁন,জাপা নেতা গোলাম মোস্তফা, রাজা প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ জননেতা শাহিনুর ইসলামের বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নির্বাচিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে পার্টি কে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


















