Monday , 29 December 2025 | [bangla_date]

দিনাজপুর-৩ আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর-৩ সদর আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম মনোনয়ন গ্রহণ করেন।
এসময় আগামীতে সুন্দর এবং সমৃদ্ধ দিনাজপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
নেতারা বলেন, দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে দেশনেত্রী বেগম জিয়াকে জয় লাভ নিশ্চিত করবেন। জেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও