আব্দুর রহমান, বোদা(পঞ্চগড়) : ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দুটি পৃথক মামলার গ্রেপ্তারী পরোয়ানার ভিত্তিতে পঞ্চগড়ের বোদা থানা পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, মোহাম্মদ ইব্রাহিম আজিজ (৫০)। তিনি থানার সদর ইউনিয়নের মাঝগ্রামের ইউনুস আলীর পুত্র। তাকে ঠাকুরগাঁও সদর থানার একটি মামলায় (জিআর নং ৮৭১/২৫, তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫) গ্রেপ্তারী পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়। অন্যজন হলেন মোহাম্মদ ফজলুল হক ওরফে মাসুদ (২৬)। তিনি বোদা থানার বাগপুর মলানী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র। তাকে পঞ্চগড়ের আটোয়ারী থানার একটি মামলায় (মামলা নং ০৩, তারিখ ০২ জানুয়ারি ২০২৫, ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) এর গ্রেপ্তারী পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
বোদা থানার ওসি সেলিম মালিক জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















