দিনাজপুর শহরে নক্শী হোটেল এন্ড চাইনিজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
স্বাদ, সৌন্দর্য ও আতিথেয়তার সম্মিলনের প্রতিশ্রæতি নিয়ে এলো নকশী হোটেল এন্ড চাইনিজ। যেখানে প্রতিটি খাবারে মেলে ঘরোয়া স্বাদ, আন্তরিক সেবা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ।
সোমবার বিকেল ৫টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে উদ্বোধন হলো নক্শী হোটেল এন্ড চাইনিজ।
উদ্বোধন করেন নক্শী গ্রæপের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম নজু, নক্শী হোটেল এন্ড চাইনিজ এর প্রোপ্রাইটর সুরাইয়া আফরোজ আর নক্শী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।
নক্শী হোটেল এন্ড চাইনিজ এর প্রোপ্রাইটর সুরাইয়া আফরোজ বলেন, নকশি হোটেল এন্ড চাইনিজ একটি আধুনিক রেস্টুরেন্ট যেখানে ঘরোয়া পরিবেশে উপভোগ করতে পারবেন। দেশিও খাবার ও চাইনিজ স্পেশাল ডিশের এক অনন্য মেলবন্ধন। স্বাদ, স্বাস্থ্য এবং আতিথেয়তার নিখুঁত সমন্বয়ে সাজানো আমাদের প্রতিটি পরিবেশনাই আপনাকে দেবে এক ভিন্ন রসনার অভিজ্ঞতা।


















