দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজকল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় “আয়না দিয়ে নিজেকে প্রতিদিন দেখি, হৃদয় দিয়ে একদিন সকলকে দেখি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ডিসেম্বর নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজকল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও সংস্থার উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। এ সময় উপস্থিত ছিলেন মৌলভী ব্রাদার্সের স্বত্বাধিকারী শামীম কবির, লৌহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু এবং দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম। সংস্থার সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গুড্ডু, সাংগঠনিক সম্পাদক রনি কুমার দাস, কোষাধ্যক্ষ আবু মুসা, আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান ও দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় মজুমদার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ স্কাউটসের সদস্যরা দায়িত্ব পালন করেন। স্থানীয় ওষুধ ব্যবসায়ী এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সহযোগিতায় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু, গাইনি, মেডিসিন, দন্ত চিকিৎসা, রক্তের গ্রæপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
সংস্থার সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, আমরা শুধু ব্যবসায়ী সংগঠন নই, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আজ ৩ শতাধিক রোগীকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা জনকল্যাণমূলক কাজ করে যেতে চাই। যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিমনগর ফুলবাড়ি ব্যবসায়ী সমাজকল্যাণ সংস্থা শুধু ব্যবসায়ীদের সংগঠন নয়, এটি মানুষের কল্যাণে কাজ করা একটি পরিবার। আমরা চাই প্রতি বছর আরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দিতে।
















