পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় রিজিওন এর আওতায় ২৯৫ তম মাড়েয়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ড.ইমরুল কায়েস মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মাইক্রোফাইন্যান্স তারিক সাঈদ হারুন। এ সময় হেড অব অ্যাডমিনিস্ট্রেশন এন্ড জেনারেল সার্ভিসেস নজরুল গনি, মোস্তাফিজুর রহমান সরকার, ডিভিশনাল ম্যানেজার রংপুর পশ্চিম মলয় কুমার গোস্বামী আঞ্চলিক ব্যবস্থাপক পঞ্চগড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাড়েয়া এলাকার সম্মানিত গ্রাহকগন, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং পঞ্চগড় রিজিওন এর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক সকলকে আরডিআরএস বাংলাদেশ সম্পর্কে অবগত করেন এবং সকল সহকর্মীকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ প্রদান করেন।

















