পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রাফায়েত আরা রিতু, মনিটরিং অফিসার ফয়সাল হাবিব, জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমূখ।

















