পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কক্সবাজার থেকে আসা এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শত পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আবুল কালামকে আটক করেছে ডিবি পুলিশ। ধুত আবুল কালামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা গ্রামে। গত বুধবার রাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, পঞ্চগড় জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস অভিযানিক টিম বুধবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক কারবারি এস.এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা মাদকের চালান পঞ্চগড় পৌরসভাস্থ ইসলামবাগ এস.এ কুরিয়ার সার্ভিস কার্যালয় হতে রিসিভ করবে। উক্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ডিবি পুলিশের একটি চৌকস টিম এস.এ কুরিয়ার সার্ভিসের আশেপাশে গোপনে অবস্থান নেয়। গোয়েন্দা তথ্য মোতাবেক পেশাদার মাদক ব্যবসায়ী আবুল কালাম একটি সাদা ব্যাগসহ কুরিয়ার সার্ভিসের কার্যালয় হতে পায়ে হেঁটে বের হলে ডিবি পুলিশের টিম তাকে হেফাজতে নেয়। ডিবি পুলিশ উক্ত মাদক কারবারির সাথে থাকা সাদা ব্যাগটি ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে তল্লাশি করে ব্যাগটিতে থাকা খাকি রংয়ের কাগজের তৈরি একটি কার্টুন উদ্ধার করে। উক্ত কার্টুনটি খুলে বিশেষ কায়দায় সাদা রংয়ের সিলিকন রাবারের প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটে মোট ৩০টি নীল রং এর ছোট পলিথিনের প্যাকেটে সর্বমোট চার হাজার ৮শ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার অবৈধ বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি আবুল কালাম স্বীকার করেন যে, উদ্ধারকৃত মাদকের চালানটি তার এবং সে কৌশলে কক্সবাজার হতে মাদকের চালানটি পার্সেল যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে এসেছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রকাশ থাকে যে, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ব্রিফিং এ পুলিশ সুপার আরও জানান, পঞ্চগড় জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে আরও এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ মাদক সেবন ও এর বিস্তাররোধে এবং মাদক কারবারি বন্ধে বদ্ধপরিকর। তিনি মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

















