পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের করতোয়া সেতুতে অফিস যাওয়ার পথে ট্রাক চাপায় সরকারি অফিসের কর্মচারী আনারুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। নিহত আনারুল পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড় করতোয়া সেতুতে এই দূর্ঘটনায় ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করে এবং চালকের সহকারী মজিবর শেখকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাহারউদ্দিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, সকালে আনারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে আটোয়ারীর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে করতোয়া সেতুতে আসলে ইজিবাইককে ওভার টেক করতে গিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পিছনের চাকার সামনে পড়ে গেলে চাকা আনারুলের মাথার উপর দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আনারুল। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা আনারুলের লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়। পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক কাইয়ুম আলী জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং ট্রাকের হেলপার মজিবর শেখকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

















